Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বিসর্জন- দ্বিতীয় অঙ্ক - তৃতীয় দৃশ্য, ৩৯
বিসর্জন
গান
ওগো পুরবাসী,
আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী।
হেরিতেছি সুখমেলা, ঘরে ঘরে কত খেলা,
শুনিতেছি সারাবেলা সুমধুর বাঁশি।
রঘুপতির প্রবেশ
রঘুপতি। কে রে তুই এ মন্দিরে!
অপর্ণা। আমি ভিখারিনী।
জয়সিংহ কোথা?
রঘুপতি। দূর হ এখান হতে
মায়াবিনী! জয়সিংহে চাহিস কাড়িতে
দেবীর নিকট হতে, ওরে উপদেবী!
অপর্ণা। আমা হতে দেবীর কি ভয়? আমি ভয়
করি তারে, পাছে মোর সব করে গ্রাস!
গাহিতে গাহিতে প্রস্থান
চাহি না অনেক ধন, রব না অধিক ক্ষণ,
যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি —
তোমরা আনন্দে রবে নব নব উৎ সবে,
কিছু ম্লান নাহি হবে গৃহভরা হাসি।
তৃতীয় দৃশ্য
মন্দির-সম্মুখে পথ
মন্দির-সম্মুখে পথ
জয়সিংহ
জয়সিংহ। দূর হোক চিন্তাজাল! দ্বিধা দূর হোক!
চিন্তার নরক চেয়ে কার্য ভালো, যত
ক্রূর, যতই কঠোর হোক। কার্যের তো
শেষ আছে, চিন্তার সীমানা নাই কোথা —