Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রাজা ও রানী - চতুর্থ অঙ্ক - প্রথম দৃশ্য, ৫৫
রাজা ও রানী
অমনি ইলারে কেন অস্তপথ-পানে
সঙ্গে নাহি নিয়ে গেল ছায়ার মতন?
চতুর্থ অঙ্ক
প্রথম দৃশ্য
জালন্ধর
প্রথম দৃশ্য
জালন্ধর
রণক্ষেত্র। শিবির
বিক্রমদেব ও সেনাপতি
সেনাপতি। বন্দীকৃত শিলাদিত্য, উদয়ভাস্কর,
শুধু যুধাজিৎ পলাতক — সঙ্গে লয়ে
সৈন্যদলবল।
বিক্রমদেব। চলো তবে অবিলম্বে
তাহার পশ্চাতে। উঠাও শিবির তবে।
ভালোবাসি আমি এই ব্যগ্র ঊর্ধ্বশ্বাস
মানবমৃগয়া ; গ্রাম হতে গ্রামান্তরে,
বন গিরি নদীতীরে দিবারাত্রি এই
কৌশলে কৌশলে খেলা। বাকি আছে আর
কে বা বিদ্রোহীদলের?
সেনাপতি। শুধু জয়সেন।
কর্তা সে'ই বিদ্রোহের। সৈন্যবল তার
সব চেয়ে বেশি।
বিক্রমদেব। চলো তবে সেনাপতি,
তার কাছে। আমি চাই উদগ্র সংগ্রাম,
বুকে বুকে বাহুতে বাহুতে — অতি তীব্র
প্রেম-আলিঙ্গন-সম। ভালো নাহি লাগে
অস্ত্রে অস্ত্রে মৃদু ঝন্ঝনি — ক্ষুদ্র যুদ্ধে
ক্ষুদ্র জয়লাভ!
সেনাপতি। কথা ছিল আসিবে সে
গোপনে সহসা, করিবে পশ্চাৎ হতে