Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রাজা ও রানী - সূচনা, ৩
নাটকের পাত্রগণ
বিক্রমদেব জলন্ধরের রাজা
দেবদত্ত রাজার বাল্যসখা ব্রাহ্মণ
ত্রিবেদী বৃদ্ধ ব্রাহ্মণ
জয়সেন, যুধাজিৎ রাজ্যের প্রধান নায়ক
মিহিরগুপ্ত জয়সেনের অমাত্য
চন্দ্রসেন কাশ্মীরের রাজা
কুমার কাশ্মীরের যুবরাজ। চন্দ্রসেনের ভ্রাতুষ্পুত্র
শংকর কুমারের পুরাতন বৃদ্ধ ভৃত্য
অমরুরাজ ত্রিচূড়ের রাজা
সুমিত্রা জালন্ধরের মহিষী। কুমারের ভগিনী
নারায়ণী দেবদত্তের স্ত্রী
রেবতী চন্দ্রসেনের মহিষী
ইলা অমরুর কন্যা। কুমারের সহিত বিবাহপণে বদ্ধ