আপনি কাছে আসেন হেসে
ধন্য হরি, ধন্য হরি।
খুঁজিয়ে বেড়ান দেশে দেশে
ধন্য হরি, ধন্য হরি।
ধন্য হরি স্থলে জলে,
ধন্য হরি ফুলে ফলে,
ধন্য হৃদয়পদ্মদলে
চরণ-আলোয় ধন্য করি।
বিভা। মোহন তুই এতদিন আসিস নি কেন?
রামমোহন। তা মা, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়, তুমি কোন্ আমাকে মনে করেছ? সে-কথা বলো। কবার ডাকলেই তো হত। অমনি লজ্জা হল। আর মুখে উত্তরটি নেই! না না, মা, অবসর পাই নে বলেই আসতে পারি নে— নইলে মনে মনে ওই চরণপদ্ম দুখানি কখনো তো ভুলি নে।
বিভা। মোহন তুই বোস, তোদের দেশের গল্প আমায় বল্।
রাম। মা, তোমার জন্যে চারগাছি শাঁখা এনেছি, তোমাকে ওই হাতে পরতে হবে, আমি দেখব।
মহিষীর প্রবেশ
বিভা। ( স্বর্ণালংকার খুলিয়া, হাতে শাঁখা পরিয়া) এই দেখো মা। মোহন তোমার চুড়ি খুলে আমায় চারগাছি শাঁখা পরিয়ে দিয়েছে।
মহিষী। ( হাসিয়া) তা বেশ তো মানিয়েছে। মোহন, এই বারে তোর সেই আগমনী গানটি গা। তোর গান শুনতে আমার বড়ো ভালো লাগে।
রামমোহন।
গান
সারা বরষ দেখি নে মা,
মা তুই আমার কেমন ধারা?
নয়নতারা হারিয়ে আমার
অন্ধ হল নয়নতারা।
এলি কি পাষাণী ওরে?