দেখ্ দেখি ভাই, আবার আমাদের ফেলে রেখে চন্দ্রহাস কোথায় গেল।
ওকে কি ধরে রাখবার জো আছে।
বসে বিশ্রাম করি আমরা, ও চ'লে বিশ্রাম করে।
অন্ধ বাউলকে নিয়ে সে নদীর ওপারে চলে গেছে।
আর কিছু নয়, ঐ অন্ধের অন্ধতার মধ্যে সেঁধিয়ে গিয়ে তবে ও ছাড়বে।
তাই আমাদের সর্দার ওকে ডুবুরি বলে।
চন্দ্রহাস একটু সরে গেলেই আর আমাদের খেলার রস থাকে না।
ও কাছে থাকলে মনে হয় কিছু হোক বা না হোক তবু মজা আছে। এমন-কি, বিপদের আশঙ্কা থাকলে মনে হয় সে আরো বেশি মজা।
আজ এই রাত্রে ওর জন্যে মনটা কেমন করছে।
দেখছিস এখানকার হাওয়াটা কেমনতরো?
এখানে আকাশটা যেন যাবার বেলাকার বন্ধুর মতো মুখের দিকে তাকিয়ে আছে।
যারা সেখানে বলছিল চল্ চল্, তারা এখানে বলছে যাই যাই।
কথাটা একই, সুরটা আলাদা।
মনটার ভিতরে কেমন ব্যথা দিচ্ছে, তবু লাগছে ভালো।
ঝাউগাছের বীথিকার ভিতর দিয়ে কোথা থেকে এই একটা নদীর স্রোত চলে আসছে, এ যেন কোন্ দুপুররাতের চোখের জল।
পৃথিবীর দিকে এমন করে কখনো আমরা দেখি নি।
উর্ধ্বশ্বাসে যখন সামনে ছুটি তখন সামনের দিকেই চোখ থাকে, চার পাশের দিকে নয়।
বিদায়ের বাঁশিতে যখন কোমল ধৈবত লাগে তখনি সকলের দিকে চোখ মেলি।
আর দেখি বড়ো মধুর। যদি সবাই চলে চলে না যেত তা হলে কি কোনো মাধুরী চোখে পড়ত।
চলার মধ্যে যদি কেবলই তেজ থাকত তা হলে যৌবন শুকিয়ে যেত। তার মধ্যে কান্না আছে তাই যৌবনকে সবুজ দেখি।
এই জায়গাটাতে এসে শুনতে পাচ্ছি, জগৎটা কেবল পাব পাব বলছে না — সঙ্গে সঙ্গেই বলছে, ছাড়ব, ছাড়ব।
সৃষ্টির গোধূলিলগ্নে ‘ পাব ' র সঙ্গে ‘ ছাড়ব ' র বিয়ে হয়ে গেছে রে — তাদের মিল ভাঙলেই সব ভেঙে যাবে।
অন্ধ বাউল আমাদের এ কোন্ দেশে আনলে ভাই।
ঐ তারাগুলোর দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে, যুগে যুগে যাদের ফেলে এসেছি তাদের অনিমেষ দৃষ্টিতে সমস্ত রাত একেবারে ছেয়ে রয়েছে।