Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ফাল্গুনী- চতুর্থ দৃশ্যের গীতি-ভূমিকা, ৩৮
ফাল্গুনী
তুমি কে গো। — কামিনী ফুল;
তোমরা কে বা। — আমার নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে॥
২
নূতন আশার গান
এই কথাটাই ছিলেম ভুলে —
মিলব আবার সবার সাথে
ফাল্গুনের এই ফুলে ফুলে।
অশোক বনে আমার হিয়া
নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন
যৌবনেরি কূলে কূলে।
ফাল্গুনের এই ফুলে ফুলে।
বাঁশিতে গান উঠবে পুরে
নবীন রবির বাণী-ভরা
আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে
ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর
উঠবে আবার দুলে দুলে
ফাল্গুনের এই ফুলে ফুলে॥
৩
বোঝাপড়ার গান
এবার তো যৌবনের কাছে
মেনেছ, হার মেনেছ?
মেনেছি।
আপন মাঝে নূতনকে আজ জেনেছ?