Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৩৮৯
প্রেম
৩৮৯
     মন জানে মনোমোহন আইল, মন জানে সখা!
     তাই    কেমন করে আজি আমার প্রাণে॥
     তারি   সৌরভ বহি বহিল কি সমীরণ   আমার পরানপানে॥