Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৩৭৯
প্রেম
৩৭৯
 আমি   হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।
 সে তো   এল না যারে সঁপিলাম এই   প্রাণ মন দেহ॥
           সে কি   মোর তরে পথ চাহে,   সে কি   বিরহগীত গাহে
           যার   বাঁশরিধ্বনি শুনিয়ে আমি   ত্যজিলাম গেহ॥