Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৩৭৮
প্রেম
৩৭৮
 নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।
 জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরমবেদনা॥
        চোখে চোখে সদা রাখিবারে সাধ–   পলক পড়িল, ঘটিল বিষাদ।
        মেলিতে নয়ন মিলালো স্বপন   এমনি প্রেমের ছলনা॥