Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৩৭৩
প্রেম
৩৭৩
             আমি   কেবল তোমার দাসী।
     কেমন ক’রে আনব মুখে   ‘তোমায় ভালোবাসি’॥
        গুণ যদি মোর থাকত তবে   অনেক আদর মিলত ভবে,
              বিনামূল্যের কেনা আমি শ্রীচরণপ্রয়াসী॥