Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৩৬৬
প্রেম
৩৬৬
      মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে।
      ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল,
           বেদনা রহিল মনে মনে॥
      তুমি কেন হেসে যাও, হেসে যাও হে,   আমি কেন কেঁদে ফিরি–
           কেন আনি কম্পিত হৃদয়খানি,   কেন যাও দূরে না দেখে॥