Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ২৭৬
প্রকৃতি
২৭৬
             এই কথাটাই ছিলেম ভুলে–
    মিলব আবার সবার সাথে   ফাল্গুনের এই ফুলে ফুলে॥
    অশোকবনে আমার হিয়া   নতুন পাতায় উঠবে জিয়া,
    বুকের মাতন টুটবে বাঁধন   যৌবনেরই কূলে কূলে
             ফাল্গুনের এই ফুলে ফুলে॥
             বাঁশিতে গান উঠবে পূরে
    নবীন-রবির-বাণী-ভরা   আকাশবীণার সোনার সুরে।
    আমার মনের সকল কোণে   ভরবে গগন আলোক-ধনে,
    কান্নাহাসির বন্যারই নীর   উঠবে আবার দুলে দুলে
             ফাল্গুনের এই ফুলে ফুলে॥