Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ২৫৪
প্রকৃতি
২৫৪
   বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের ’পরে দোলে  দোলে দোলে  দোলে রে তার পরানপুতলা॥
       আনন্দেরই ছবি দোলে  দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে  দোলে দোলে  গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা॥
   আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
   আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
       দুলিয়ে দিল সুখের রাশি   লুকিয়ে ছিল যতেক হাসি–
দুলিয়ে দিল  দোলে দোলে  দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা॥