Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ২৮৭
প্রেম
২৮৭
          দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
          ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥
                     এ পথে যখন যাবে   আঁধারে চিনিতে পাবে–
                            রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥
          আমারে পড়িবে মনে কখন সে লাগি
          প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।
                    ভয় পাছে শেষ রাতে   ঘুম আসে আঁখিপাতে,
                           ক্লান্ত কন্ঠে মোর সুর ফুরায় যদি রে॥