Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ২৮১
প্রেম
২৮১
      সখী, আঁধারে একেলা ঘরে   মন মানে না।
      কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে,   পথ জানে না॥
         ঝরোঝরো নীরে,   নিবিড় তিমিরে,   সজল সমীরে গো
         যেন কার বাণী কভু কানে আনে–কভু আনে না॥