ডাক্তার। টোমার পেটে কী হইয়াছে?
হারাধন। কিছু হয় নি সাহেব। এবার আমাকে মাপ করো সাহেব, আমার কিছু হয় নি।
ডাক্তার। কিছু হয় নি টো এ কী?
পেটে খোঁচা দেওন ও দ্বিগুন ক্যাঁক্ ক্যাঁক্ শব্দ
(হাসিয়া) টোমার ব্যামো আমি সমষ্ট বুঝিয়াছি।
হারাধন। তোমার গা ছুঁয়ে বলছি সাহেব, আমার কোনো ব্যামো হয় নি। এমন কাজ আর কখনো করব না।
ডাক্তার। টোমার ভয়ানক ব্যামো হইয়াছে।
হারাধন। সাহেব, আমার ব্যামো আমি জানি নে, তুমি জান!
ক্যাঁক্ ক্যাঁক্
(সরোষে থলিতে চাপড় মারিয়া ) আ মোলো যা, এর যে ডাক কিছুতেই থামে না।
ডাক্তার। ( বৃহৎ ছুরি লইয়া) টোমার চুরি ব্যামো হইয়াছে, ছুরি না ডিলে সারিবে না।
পেট চিরিতে উদ্যত
হারাধন। ( কাঁদিয়া হাঁস বাহির করিয়া) সাহেব, এই নাও তোমার হাঁস। তোমার এ হাঁস কোনোমতেই আমার পেটে সইল না। এর চেয়ে ডিমগুলো ছিলো ভালো।
হারাধনকে ধরিয়া সাহেবের প্রহার
সাহেব, আর আবশ্যক নেই, আমার ব্যামো একেবারেই সেরে গেছে।