Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ২১৫
প্রকৃতি
২১৫
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে।
আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে॥
      বসন্ত গান পাখিরা গায়,   বাতাসে তার সুর ঝরে যায়–
      মুকুল-ঝরার ব্যাকুল খেলা   আমারি সেই রাগিণীরে॥
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা।
      এই কথা মোর শূন্য ডালে   বাজবে সে দিন তালে তালে–
      ‘চরম দেওয়ায় সব দিয়েছি   মধুর মধুযামিনীরে’॥