Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ১৭৭
প্রকৃতি
১৭৭
শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল        শীতের বনে
            এলে যে–
আমার  শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥
তাই গোপনে সাজিয়ে ডালা   দুখের সুরে বরণমালা
                  গাঁথি মনে মনে  শূন্যক্ষণে॥
                     দিনের কোলাহলে
    ঢাকা সে যে রইবে হৃদয়তলে–
আমার  বরণমালা রইবে হৃদয়তলে॥
রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে
   তখন তোমার সনে মনে মনে॥