Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ১৬৬
প্রকৃতি
১৬৬
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে, নমো হে।
      স্নিগ্ধ সুশান্ত, নমো হে নমো, নমো হে, নমো হে।
                  বন-অঙ্গন-ময় রবিকররেখা
                           লেপিল আলিম্পনলিপি-লেখা,
            আঁকিব তাহে প্রণতি মম।
নমো হে নমো, নমো হে নমো, নমো হে নমো॥