Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ১৬৩
প্রেম
১৬৩
      হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
      দেখো আমার হৃদয়তলে সারারাতের আসন মেলা॥
            এসেছিলে দ্বিধাভরে
                  কিছু বুঝি চাবার তরে,
            নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা॥
      জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
      শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা।
            দেখা হল, হয় নি চেনা–
                  প্রশ্ন ছিল শুধালে না–
            আপন মনের আকাঙ্খারে আপনি কেন করলে হেলা॥