Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ১৬৪
প্রকৃতি
১৬৪
মরি লো)   কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে।
        ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা॥
  শরতের আলোতে সুন্দর আসে,
          ধরণীর আঁখি যে শিশিরে ভাসে,
      হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা॥