Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ১৩৪
প্রেম
১৩৪
       আমার দোসর যে জন ওগো তারে  কে জানে।
           একতারা তার দেয় কি সাড়া আমার গানে  কে জানে॥
       আমার  নদীর যে ঢেউ  ওগো  জানে কি কেউ
             যায় বহে যায় কাহার পানে।  কে জানে॥
                যখন     বকুল ঝ’রে
           আমার  কাননতল যায় গো ভ’রে
       তখন  কে আসে-যায়     সেই     বনছায়ায়,
               কে সাজি তার ভরে আনে।  কে জানে॥