Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৯৭
প্রেম
৯৭
                   হে নবীনা,
           প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা॥
             শুনি বাণী ভাস   বসন্তবাতাসে,
           প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা॥
          স্বপনে দাও ধরা     কী কৌতুকে ভরা।
           কোন্‌ অলকার ফুলে   মালা সাজাও চুলে,
          কোন্‌ অজানা সুরে   বিজনে বাজাও বীণা॥