Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
প্রেম ৭৬
প্রেম
৭৬
আমার যদিই
বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি , তোমায় দেবার মালা গাঁথি –
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে –
জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥
আমার মন রয়েছে তোমায় লয়ে॥
পথের ধারে আসন পাতি , তোমায় দেবার মালা গাঁথি –
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে –
জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥