Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ৭২
প্রেম
৭২
           রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
                  ঘরের কোণে আসন মেলে॥
       বুঝি সময় হল এবার       আমার প্রদীপ নিবিয়ে দেবার –
                  পূর্ণিমাচাঁদ,  তুমি এলে॥
           এত দিন সে ছিল তোমার পথের পাশে
                  তোমার দরশনের আশে।
       আজ তারে যেই পরশিবে   যাক সে নিবে,যাক সে নিবে–
                  যা আছে সব দিক সে ঢেলে॥