Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ৬৫
প্রকৃতি
৬৫
আজ  নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
আমার  ভাবনা যত উতল হল অকারণে॥
কেমন ক’রে যায় যে ডেকে,  বাহির করে ঘরের থেকে,
   ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে॥
   বাঁধনহারা জলধারার কলরোলে
   আমারে কোন্‌ পথের বাণী যায় যে ব’লে।
সে পথ গেছে নিরুদ্দেশে  মানসলোকে গানের শেষে
   চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে॥