Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ৫২
প্রকৃতি
৫২
        শ্যামল ছায়া, নাইবা গেলে
        শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে–  হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥
        মলিন, তোমার মিলাবে লাজ–
        শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,   বাজাবে মেঘ সোনার বাঁশি–
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥