Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রেম ২৬
প্রেম
                           ২৬

        আমার   শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে   কে তুই।
        আমার   শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে   কে তুই॥
     দূরে     পশ্চিমে ওই দিনের পারে   অস্তরবির পথের ধারে
             রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে   কে তুই॥
             সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইলো কি ওই-যে।
             সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই-যে।
     তোর     হঠাৎ-খসা প্রাণের মালা   ভরল আমার শূন্য ডালা–
             মরণপথের সাথি আমায় করলি রে   কে তুই॥