Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
প্রকৃতি, ৩৫
প্রকৃতি
৩৫
কাঁপিছে দেহলতা থরথর,
চোখের জলে আঁখি ভরভর॥
দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নীলকায়া,
বাদল-নিশীথেরই ঝরঝর
তোমারই আঁখি-’পরে ভরভর॥
যেকথা ছিল তব মনেমনে
চমকে অধরের কোণেকোণে
নীরব হিয়া তব দিল ভরি ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি
আঁধার কাননের মরমর
বাদল নিশীথের ঝরঝর॥
চোখের জলে আঁখি ভরভর॥
দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নীলকায়া,
বাদল-নিশীথেরই ঝরঝর
তোমারই আঁখি-’পরে ভরভর॥
যেকথা ছিল তব মনেমনে
চমকে অধরের কোণেকোণে
নীরব হিয়া তব দিল ভরি ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি
আঁধার কাননের মরমর
বাদল নিশীথের ঝরঝর॥