ঐ-যে এসেছে। বিভা!
বিভা। মহারাজ!
প্রতাপ। সকল কথা শুনেছ বিভা?
বিভা। হাঁ।
প্রতাপ। তোমার মাকে, আমাদের অন্তঃপুরকে কী রকম অপমান করেছে, তা তো জান?
বিভা। জানি।
প্রতাপ। আমি যদি তার প্রাণদণ্ড দিই তবে সেটা অন্যায় হবে কি?
বিভা। না।
বসন্ত। দিদি, কী বললি দিদি! মহারাজের পায়ে ধরে মাপ চেয়ে নে।
[ বিভা নিরুত্তর
প্রতাপ। খুড়ামহারাজ, মনে রেখো বিভা আমারই মেয়ে।
উদয়। মহারাজ, আপনি দণ্ডদাতা, আপনিই শাস্তি দিন। কিন্তু এ শাস্তির দণ্ডভার আমাদের উপরে দেবেন
না।
প্রতাপ। কী বলতে চাও তুমি?
উদয়। পাহারা দেবার লোক মহারাজের অনেক আছে, তাদের স্নেহ নেই, এই জন্যে তাদের দৃষ্টি তীক্ষ্ম
হয়েই কর্তব্যপালন করবে। আমার উপরে পাহারা দেবার ভার দেবেন না।
প্রতাপ। লোক থাকবে আমার, কিন্তু দায় থাকবে তোমার।
উদয়। আমি আমার স্নেহকে অতিক্রম করতে পারব না।
প্রতাপ। না পার তো তারও জবাবদিহি আছে।
[ প্রস্থান
উদয়। কোথায় ফাঁক আছে, একবার দেখে আসি।
বসন্ত। কিন্তু, দাদা, তুমি এতে হাত যদি দাও তা হলে —
উদয়। তা হলে যা হবে সেটা তো এখনকার কথা নয়-এখনকার কথা হচ্ছে হাত দেওয়াই চাই।