Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
কালের যাত্রা- রথের রাশি, ১৭
কালের যাত্রা
প্রথমা
কী হবে গো, কী হবে আমাদের —
দয়া হল না যে! আমার তিন ছেলে বিদেশে,
তারা ভালোয় ভালোয় ফিরলে হয়।
চরের প্রবেশ
মন্ত্রী
বাছারা, এখানে তোমাদের কাজ হল —
এখন ঘরে গিয়ে জপতপ ব্রতনিয়ম করো গে।
আমাদের কাজ আমরা করি।
প্রথমা
যাচ্ছি, কিন্তু দেখো মন্ত্রীবাবা,
ওই ধোঁওয়াটা যেন শেষ পর্যন্ত থাকে —
আর ওই বিল্বিপত্রটা যেন পড়ে না যায়।
[ মেয়েদের প্রস্থান
চর
মন্ত্রীমশায়, গোল বেধেছে শূদ্রপাড়ায়।
মন্ত্রী
কী হল।
চর
দলে দলে ওরা আসছে ছুটে — বলছে, রথ চালাব আমরা।
সকলে
বলে কী! রশি ছুঁতেই পাবে না।
চর
ঠেকাবে কে তাদের। মারতে মারতে তলোয়ার যাবে ক্ষয়ে।
মন্ত্রীমশায়, বসে পড়লে যে।
মন্ত্রী
দল বেঁধে আসছে বলে ভয় করি নে —
ভয় হচ্ছে পারবে ওরা।
সৈনিক
বল কী মন্ত্রীমহারাজ, শিলা জলে ভাসবে?
মন্ত্রী
নীচের তলাটা হঠাৎ উপরের তলা হয়ে ওঠাকেই বলে প্রলয়,