Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রকৃতি, ১৮
প্রকৃতি
১৮
প্রখর তপনতাপে   আকাশ তৃষায় কাঁপে,
    বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে   ডাকি মন্দিরে এসে,
    ‘খোলো খোলো খোলো দ্বার।’
বাহির হয়েছি কবে   কার আহবানরবে,
এখনি মলিন হবে   প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীনা   ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা,   সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ’রে   প্রাণে সুর ওঠে ভরে,
একেলা কেমন ক’রে  বহিব গানের ভার॥