Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ৭৯
পূজা ও প্রার্থনা
৭৯
                 বুঝি ওই সুদূরে ডাকিল মোরে
                       নিশীথেরই সমীরণ হায়– হায়॥
                 মম মন হল উদাসী,  দ্বার খুলিল–
                       বুঝি খেলারই বাঁধন ওই যায়॥