Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা ও প্রার্থনা, ৭৮
পূজা ও প্রার্থনা
৭৮
যাওয়া-আসারই এই কি খেলা
খেলিলে, হে হৃদিরাজা, সারা বেলা॥
ডুবে যায় হাসি আঁখিজলে–
বহু যতনে যারে সাজালে
তারে হেলা॥
খেলিলে, হে হৃদিরাজা, সারা বেলা॥
ডুবে যায় হাসি আঁখিজলে–
বহু যতনে যারে সাজালে
তারে হেলা॥