Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - সুন্দর,৫৩২
পূজা
                       ৫৩২

         তুমি সুন্দর, যৌবনঘন রসময় তব মূর্তি,
         দৈন্যভরণ বৈভব তব অপচয়পরিপূর্তি॥
         নৃত্য গীত কাব্যছন্দ  কলগুঞ্জন বর্ণ গন্ধ–
         মরণহীন চিরনবীন তব মহিমাস্ফুর্তি॥