Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ৫২
পূজা ও প্রার্থনা
৫২
                  হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে
                      যিনি আছেন সদা অন্তরে॥
                  সবারে ছাড়ি প্রভু করো তাঁরে,
                দেহ মন ধন যৌবন রাখো তাঁর অধীনে॥