Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা ও প্রার্থনা, ৫১
পূজা ও প্রার্থনা
৫১
আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল॥
কত দিন পরে মন মাতিল গানে,
পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,
ভাই ব’লে ডাকি সবারে– ভুবন সুমধুর প্রেমে ছাইল॥
কত দিন পরে মন মাতিল গানে,
পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,
ভাই ব’লে ডাকি সবারে– ভুবন সুমধুর প্রেমে ছাইল॥