![](/themes/rabindra/logo.png)
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা ও প্রার্থনা, ৪৭
পূজা ও প্রার্থনা
৪৭
স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল–
অযুত জগত মগন সেই মহাসমুদ্রে॥
তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন–
সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান–
তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত॥
অযুত জগত মগন সেই মহাসমুদ্রে॥
তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন–
সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান–
তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত॥