Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা ও প্রার্থনা, ৪৩
পূজা ও প্রার্থনা
৪৩
তব প্রেম সুধারসে মেতেছি,
ডুবেছে মন ডুবেছে॥
কোথা কে আছে নাহি জানি–
তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে॥
ডুবেছে মন ডুবেছে॥
কোথা কে আছে নাহি জানি–
তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে॥