Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ৪০
পূজা ও প্রার্থনা
৪০
               সুমধুর শুনি আজি,   প্রভু, তোমার নাম।
                   প্রেমসুধাপানে প্রাণ   বিহ্বলপ্রায়,
                       রসনা অলস অবশ  অনুরাগে॥