Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ৩৯
পূজা ও প্রার্থনা
৩৯
                ঘোরা রজনী,  এ মোহঘনঘটা–
                                কোথা গৃহ হায়।   পথে ব’সে॥
   সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল– গৃহ চাহিয়া প্রাণ কাঁদে॥