Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ২৭
পূজা ও প্রার্থনা
২৭
               দুখ দূর করিলে,   দরশন দিয়ে মোহিলে প্রাণ॥
               সপ্ত লোক ভুলে শোক  তোমারে চাহিয়ে–
               কোথায় আছি আমি দীন    অতি দীন॥