Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ২৬
পূজা ও প্রার্থনা
২৬
        দেখা যদি দিলে ছেড়ো না আর,     আমি অতি দীনহীন॥
           নাহি কি হেথা পাপ মোহ   বিপদরাশি।
              তোমা বিনা একেলা নাহি ভরসা॥