Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা ও প্রার্থনা, ২৩
পূজা ও প্রার্থনা
২৩
                   ভবকোলাহল ছাড়িয়ে
                        বিরলে এসেছি হে॥
                   জুড়াব হিয়া তোমায় দেখি,
                        সুধারসে মগন হব হে॥