Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - বিবিধ,৪৭১
পূজা
৪৭১
শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা,
অগাধ গভীর তোমার শান্তি,
অভয় অশোক তব প্রেমমুখ॥
অসীম করুণা তব, নব নব তব মাধুরী,
অমৃত তোমার বাণী॥
শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা,
অগাধ গভীর তোমার শান্তি,
অভয় অশোক তব প্রেমমুখ॥
অসীম করুণা তব, নব নব তব মাধুরী,
অমৃত তোমার বাণী॥