Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪৫৮
পূজা
                     ৪৫৮

                গাও বীণা–বীণা, গাও রে।
           অমৃতমধুর তাঁর প্রেমগান মানব-সবে শুনাও রে।
           মধুর তানে নীরস প্রাণে মধুর প্রেম জাগাও রে॥
       ব্যথা দিয়ো না কাহারে, ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাঁদাও রে।
       নিরাশেরে কহো আশার কাহিনী, প্রাণে নব বল দাও রে।
       আনন্দময়ের আনন্দ-আলয় নব নব তানে ছাও রে।
       পড়ে থাকো সদা বিভুর চরণে, আপনারে ভুলে যাও রে॥