Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - বিবিধ,৪৫০
পূজা
৪৫০
পেয়েছি অভয়পদ, আর ভয় কারে–
আনন্দে চলেছি ভবপারাবারপারে॥
মধুর শীতল ছায় শোক তাপ দূরে যায়,
করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে।
জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে॥
পেয়েছি অভয়পদ, আর ভয় কারে–
আনন্দে চলেছি ভবপারাবারপারে॥
মধুর শীতল ছায় শোক তাপ দূরে যায়,
করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে।
জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে॥