Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪৪৯
পূজা
                     ৪৪৯

             শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে,
          নীলাম্বরে ধরণী’পরে   কিবা মহিমা তব বিকাশিল॥
                 দীপ্ত সূর্য তব মুকুটোপরি,
                   চরণে কোটি তারা মিলাইল,
                 আলোকে প্রেমে আনন্দে
                     সকল জগত বিভাসিল॥