Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪৪৩
পূজা
                     ৪৪৩

             তোমা-হীন কাটে দিবস হে প্রভু,
             হায় তোমা-হীন মোর স্বপন জাগরণ–
             কবে আসিবে হিয়ামাঝারে?।