Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪৪১
পূজা
                     ৪৪১

            পিপাসা হায় নাহি মিটিল, নাহি মিটিল।
              গরলরসপানে জরজরপরানে
                মিনতি করি হে করজোড়ে,
            জুড়াও সংসারদাহ তব প্রেমের অমৃতে॥